মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার খাদিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…… রাজেউন)। গতকাল রোববার বেলা সাড়ে ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগে ভুগছিলেন। আবুল কালাম বিশ্বাসের মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৩ মেয়েসহ নাতি-নাতকুরিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বিকেল ৪টার দিকে রংপুর গ্রামের মরহুমের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়। শোক সন্তপ্ত পরিবার মহুরুমের আত্মার মাগফেরাত কামনা করে এলাকাবাসীর কাছে দোয়া চেয়েছেন।