স্টাফ রিপোর্টার: মেহেরপুর সদর উপজেলার আমঝুপি দক্ষিণপাড়া থেকে সাকোপাড়া পর্যন্ত রাস্তা পাকাকরণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে এলাকাবাসীর বাধার মুখেও নির্মাণকাজ করেছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন।
মেহেরপুর এলজিইডির অর্থায়নে ওই সড়কের ৭৮০ মিটার সড়ক পাকাকরণের জন্য ২৫ লাখ ৩২ হাজার ৪৮৫ টাকা বাজেটে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান মফিজ কনস্ট্রাকশন। সাব কন্ট্রাক্ট নিয়ে কাজটি বাস্তবায়ন করছেন ইসলামনগর গ্রামের রুহুল আমিন। ভালো ইটের পরিবর্তে ভাটার সবচেয়ে নিম্নমানের ইট ও মাটি জাতীয় বালি দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ ওঠে। বালির পরিমাণও কম বলে অভিযোগ উঠেছে। গত কয়েকদিন ধরে এলাকার মানুষ কাজে বাধ সাধেন। কিন্তু পেশি শক্তির বলে নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ চালিয়ে যাচ্ছেন রুহুল আমিন। জানতে চাইলে ঘটনার সত্যতাও স্বীকার করেন রুহুল আমিন। তিনি বলেন, কয়েক ট্রলি ইট খারাপ আসার পরে এলাকার মানুষের আপত্তির প্রেক্ষিতে তা বন্ধ করা হয়েছে। কাজটির দেখভাল করছেন এলজিইডির নাজমুল ইসলাম ও কার্যসহকারী চপল। তারাও কয়েক ট্রলি খারাপ ইটের ব্যাপারে অবগত আছেন বলে জানিয়েছেন। গোটা সড়কটির নির্মাণসামগ্রী ল্যাব পরীক্ষা করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।