মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত ম্যাচের হোম ওয়ানডে সিরিজে তিন ম্যাচ শেষে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। স্বাগতিক বোলারদের জন্য দুর্বিষহ সময় কাটলেও শেষ চার ম্যাচের জন্য দলে কোনো পরিবর্তন আনেনি ভারতীয় নির্বাচকরা। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও জানালেন, দুয়েকটি ম্যাচে খারাপ পারফরমেন্সের ভিত্তিতে কাউকে বাদ দেয়ার পক্ষপাতী নন তিনি। তিন ম্যাচ শেষে বেশ কয়েকটি পরিবর্তনের আভাস পাওয়া গিয়েছিলো। বিশেষ করে তৃতীয় ওয়ানডেতে ইশান্ত শর্মাকে তুলোধুনো করেছে অসি ব্যাটসম্যানরা। আট ওভারে ৬৩ রান দিয়ে মাত্র এক উইকেট পেয়েছেন এ পেসার। এর মধ্যে তার এক ওভারে ৩০ রান সফরকারীদের জয় সহজ করে দেয়। প্রথম দু ম্যাচেও ইকোনমি রেট ছিলো আট ও ৭.৭।
ইনিংসের শেষদিকে পেস আক্রমণের শোচনীয় অবস্থা বেশি ভাবাচ্ছে ধোনিকে। তবে আরেক পেসার ভুবনেশ্বর কুমার তিন ম্যাচেই ইকোনমি রেট ছয়ের নিচে রাখতে সফল হয়েছেন। ইশান্তের সাথে বিনয় কুমারের বোলিং ব্যর্থতায় তিনটি ম্যাচেই ৩০০’র ওপর রান হজম করতে হয়েছে স্বাগতিকদের। দলে থাকলেও মোহাম্মেদ শামি ও জয়দেব উনারকাতকে খেলানো হয়নি। ধারণা করা হচ্ছে, শেষ চার ম্যাচের কোনোটিতে সুযোগ পেতে পারেন এ দুই পেসার। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে সন্তোষজনক বোলিং করেছেন তারা। ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, যুবরাজ সিং, সুরেশ রায়না, রবিন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, বিনয় কুমার, অমিত মিশ্র, অম্বতি রাইডু, মোহাম্মেদ শামি ও জয়দেব উনারকাত।