স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কুলাউড়া উপজেলায় বজ্রপাতে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। গতকাল রোববার দুপুরে পৃথক এ বজ্রপাতের ঘটনা ঘটে। নিহতরা হলো- শ্রীমঙ্গলের বিরামপুর এলাকার সুমি আক্তার (২২), শাকিল মিয়া (২৫), রাহি মিয়া (৭) ও তুরোক মিয়া (৫৮) এবং কুলাউড়ার কর্মদা ইউনিয়নের টাকিউলি গ্রামের আব্দুল হাফিজের স্ত্রী সেলিনা আকতার (৩০)। স্থানীয় সূত্রে জানা গেছে, বিরামপুর এলাকার ওই চারজন বাড়ির পাশের ছড়ায় গোসল করতে যায়। এ সময় বৃষ্টিসহ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।