জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গা ঘোষবিলা গ্রামের প্রবীণ শিক্ষাগুরু অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খন্দকার আব্দুস সাত্তার (সাত্তার স্যার) আর নেই (ইন্নালিল্লাহে……রাজেউন )। বার্ধক্য জনিতরোগে ভুগে গতকাল রোববার বেলা সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গার ঘোষবিলা গ্রামে তার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। তার মৃত্যুর সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। গতকাল বিকেল সাড়ে ৫টায় ঘোষবিলা দক্ষিণপাড়া জামে মসজিদ চত্বরে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। তিনি স্ত্রী, দু ছেলে, চার মেয়ে নাতি-নাতকুড়িসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে জেলাবাসী তথা দেশবাসীর কাছে দোয়া চেয়েছে মরহুমের পরিবার।
উল্লেখ্য, খন্দকার আব্দুস সাত্তার স্যার আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক কেএ মান্নানের সেজ চাচা।