মেহেরপুর অফিস: মেহেরপুর বারাদীবাজার এলাকা থেকে সন্দেহভাজন দু ব্যক্তিকে আটক করা হয়েছে। মেহেরপুর সদর উপজেলার বারাদী আইসি ক্যাম্প সদস্যরা তাদেরকে আটক করে থানায় দেয়।
ক্যাম্প ইনচার্জ এস.আই রফিকুল জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে বারাদী বাজার এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয় ব্যবসায়ীরা পুলিশে খবর দেয়। ওই সময় ৩ জন পালিয়ে গেলেও পুলিশ আটক করে দুজনকে। আটক দুজন হলো- কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার বটতৈল গ্রামের চাঁদ আলী (৪০) ও ঝিনাইদহ জেলা শহরের আরাপপুরের আলম মোল্লা (৩২)। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাতদলের সদস্য। গতরাতে তাদেরকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। রাতে তাদের জিজ্ঞাসাবাদ শেষে আজ তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হতে পারে।