স্টাফ রিপোর্টার: মিশুকে পেট্ট্রোল নেয়ার সময় আগুনে ঝলসে গেছেন চালক আরিফ উদ্দীন (২৮)। তিনি চুয়াডাঙ্গা জীবননগরের সন্তোষপুর গ্রামের ইরান দুলু ওরফে দলিল উদ্দীনের ছেলে। গতপরশু শুক্রবার সন্ধ্যায় আন্দুলবাড়িয়া মিস্ত্রিপাড়ার মোড়ে দোকান থেকে তেল নিয়ে মিশুকে ঢালতে গেলে আগুনের সূত্রপাত ঘটে।
আমাদের আন্দুলবাড়িয়া প্রতিনিধি জানিয়েছেন, গত শুক্রবার সন্ধ্যায় জীবননগরের আন্দুলবাড়িয়া-সন্তোষপুর সড়কের মিস্ত্রিপাড়া মোড়ে তেল নেয়ার সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন, মিশুকের তেলের ট্যাঙ্কিতে তেল ভরাকালে অসাবধনতাবশত: আগুন ধরে যায়। উপস্থিত জনতা চালককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে। আরিফ উদ্দীনকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।