স্টাফ রিপোর্টার: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি সভাপতি আ.স.ম আবদুর রব ও সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন প্রধানমন্ত্রীর ভাষণের প্রতিক্রিয়ায় বলেছেন, নির্বাচনকালীন সময়ের জন্য প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের প্রস্তাব গ্রহণযোগ্য নয়। ভাষণের পর পত্রপত্রিকা ও গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাসদ নেতৃবৃন্দ বলেন, দেশের জনগণ নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়। তত্ত্বাবধায়ক সরকার অতীতে অসাংবিধানিক ছিলো না। বর্তমান সরকার একে সংবিধান থেকে বাদ দিয়ে জটিলতা সৃষ্টি করেছে। তাই সরকারকেই একে সংবিধানে পুনঃস্থাপন করে জটিলতা নিরসন করতে হবে।