দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে ডাকাতদলের সরদার মেহেরপুরের মোমিনকে দর্শনা থেকে গ্রেফতার করেছে। খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মোমিনকে সোপর্দ করা হয়েছে মেহেরপুর থানা পুলিশের হাতে। গতকাল শনিবার সকাল ৯টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিজানুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অবস্থান নেন দর্শনা পৌর শহরের মেমনগরে। পুলিশ মেমনগর প্রধান সড়ক থেকে গ্রেফতার করেছে মেহেরপুর জেলার খোকসা আমঝুপি গ্রামের আলীম শেখের ছেলে হাফিজুল ইসলাম ওরফে মোমিনকে (৪৫)।
পুলিশ বলেছে, মোমিন আন্তঃজেলা ডাকাতদলের সরদার। এ ছাড়া মোমিনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩টি হত্যা, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাইসহ ডজন খানেক মামলা রয়েছে। সে মেহেরপুর থেকে আত্মগোপন করে দামুড়হুদার মদনা গ্রামে ছদ্মবেশে বসবাস করছিলো। গতকালই মেহেরপুর থানা পুলিশ দর্শনা আইসি পুলিশের কাছ থেকে গ্রহণ করেছে মোমিনকে।