ঝিনাইদহ অফিস: ঝিনাইদহের শৈলকুপায় আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। আহতদের ঝিনাইদহ ও শৈলকুপা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শনিবার সকাল ৭টার দিকে আধিপত্য বিস্তার নিয়ে উপজেলার চাঁদপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
শৈলকুপা থানার ওসি আনোয়ার হোসেন জানান, সকালে ফুলহরী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বিএনপি নেতা পাঞ্জু ও আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাটুল গ্রুপের কর্মী-সমর্থকরা লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে হামলা-পাল্টা হামলা চালায়। এর মধ্যে গোলাম কিবরিয়া, আব্দুর রশিদ, আক্তার হোসেন, পাতামোল্লা, সিদ্দিক মোল্লা, আজিজ বিশ্বাস ও জিহাদ আলীকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, একটি নারীঘটিত ঘটনাকে কেন্দ্র করে দু দিন আগে বিএনপির পাঞ্জু গ্রুপ আওয়ামী লীগ সমর্থিত মিন্টু নামে এক ট্রাক ড্রাইভারকে মারপিট করে। এর জের ধরে শনিবার উভয়পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়।