জীবননগর ব্যুরো: গতকাল শনিবার রাতে জীবননগর-জিন্নানগর সড়কের কুশাডাঙ্গায় দ্রুতগামী মোটরসাইকেলের সাথে বাইসাইকেলের সংঘর্ষ ঘটেছে। সংঘর্ষে মোটরসাইকেলচালক খায়রুল ইসলাম (২৪) ও বাইসাইকেলচালক আজিম হোসেন (১৮) মারাত্মকভাবে আহত হয়।
জানা গেছে, গতকাল শনিবার রাতে মহেশপুর উপজেলার কেশবপুর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে খায়রুল ইসলাম গুড়দহ থেকে মোটরসাইকেলযোগে জিন্নানগর-জীবননগর সড়ক হয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় একই সড়ক হয়ে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিলো গোকুলনগর গ্রামের নূরুল ইসলামের ছেলে আজিম। কুশাডাঙ্গা নামক স্থানে বাইসাইকেলচালক হঠাৎ ঘুরতে গেলে দ্রুতগামী মোটরসাইকেলের সাথে সংঘর্ষ ঘটে। তাদেরকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাইসাইকেলচালক আজিমের অবস্থা সঙ্কটজনক বলে জানা গেছে।