গাংনীতে ছাত্রলীগের প্রাক্তন নেতাকর্মীদের ঈদ পুনর্মিলনী

 

গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীতে ছাত্রলীগের প্রাক্তন নেতৃবৃন্দের ঈদ পুনর্মিলনী গতকাল শনিবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সবুক্তগীণ মাহমুদ পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক রফিকুর রশিদ রিজভী। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি অ্যাড. আব্দুস সালাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল আনাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক সভাপতি নকিম উদ্দীন, রিয়াজ উদ্দীন, ইসমাইল হোসেন, বজলুর রহমান, আমজাদ হোসেন, মকলেছুর রহমান স্বপন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান। উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান রেজা সেন্টু ও সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ ছাত্রলীগের প্রাক্তন ও বর্তমান নেতাকর্মীবৃন্দ।