স্টাফ রিপোর্টার: বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী প্রধানমন্ত্রীর অন্তবর্তী সরকারের রূপরেখাকে অস্পষ্ট এবং ধোঁয়াশাচ্ছন্ন উল্লেখ করে বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই সমস্যা সমাধানের একমাত্র পথ। গতকাল শনিবার এক বিবৃতিতে বি. চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর ভাষণে অন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রী কে হবেন তার উল্লেখ নেই। কয়জনের মন্ত্রিসভা হবে এবং এর মধ্যে বিরোধী দলের জন্য শতকরা কত ভাগ আসন সংরক্ষিত থাকবে, বিরোধী দলীয় সদস্য মন্ত্রীদের দপ্তর বন্টন কীভাবে হবে ভাষণে তা বলা হয়নি। এছাড়া সংসদ কখন বিলুপ্ত হবে, কখন এ অন্তবর্তী সরকার শাসনভার গ্রহণ করবে ভাষণে তাও বলা হয়নি। বি. চৌধুরী বলেন, প্রধানমন্ত্রীর অন্তবর্তী সরকারের রূপরেখা অস্পষ্ট এবং ধোঁয়াশাচ্ছন্ন। মনে হয় দেশের মানুষকে এক ধরনের অস্পষ্টতার মধ্যে ফেলে রাখাই এর মূল উদ্দেশ্য। সাবেক এ রাষ্ট্রপতি বলেন, নিরপেক্ষ নির্বাচন করতে হলে বর্তমান প্রধানমন্ত্রীর অধীনে তা অসম্ভব এবং অবাস্তব। তিনি আরো বলেন, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনই হচ্ছে সমস্যার একমাত্র সমাধান। বর্তমান পরিস্থিতির নিরিখে এটাই একমাত্র পথ বলে আমরা মনে করি।