স্টাফ রিপোর্টার: বাগেরহাটের রামপালে শেখ সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে হত্যা করে তার স্ত্রী কেরোসিন খেয়ে আত্মহত্যার অপচেষ্টা চালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়নের সিকিরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে নিহত সিরাজুলের স্ত্রী অসুস্থ হালিমা বেগমকে (৩২) রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত সিরাজুলের ১২ বছর বয়সী ছেলে সোহেল জানায়, তার বাবা দিনমজুরের কাজ করে সংসারের খরচ চালাতেন। কিন্তু তা দিয়ে ভালোভাবে চলতো না। এ নিয়ে বাবা-মায়ের সব সময় ঝগড়া-বিবাদ লেগেই থাকতো। গতকাল শুক্রবার ভোরে মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ি ফিরে সে বাবার জবাই করা লাশ বিছানায় পড়ে থাকতে দেখে।