মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগর দারিয়াপুরের নাইটবার্ড ক্লাব ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নাইট বার্ড ফুটবল টুর্নামেন্টে দারিয়াপুর ফুটবলমাঠে অনুষ্ঠিত খেলায় মুজিবনগর উপজেলার আশরাফপুর স্পোটিং ক্লাব ৫-০ গোলে মুজিবনগর উপজেলার রামনগর একাদশকে পরাজিত করে। রাজা ২ খোকন ২ ও রাব্বী ১টি করে গোল করে। রেফারির দায়িত্ব পালন করেন মতিউর রহমান মতি, সহকারী হিসেবে ছিলেন সাবান মাহাম্মদ ও জাকির হোসেন। মঞ্চে উপস্থিত ছিলেন আমদাহ্ মোনাখালী ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, মোনাখালী ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মোল্লা, নাইটবার্ড ক্লাবের সাধারণ সম্পাদক কুতুবুজ্জামান প্রমুখ।