স্টাফ রিপোর্টার: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জের ধরে গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর গ্রামে দু পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক আহত হয়েছেন। নিহতরা হলেন- ইসমাইল মিয়া (৪৫) ও সামসুল ইসলাম (৪০)। এ সময় গ্রামের অন্তত ৩০টি বাড়ি-ঘর ও বাজারের দোকানপাট ভাঙচুর ও লুটপাট করা হয়। শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার বিহাইর গ্রামের কালা গাজী ও নাগর বাড়ির লোকজন সংঘর্ষে লিপ্ত হয়। দু পক্ষের লোকজনই দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।