দামুড়হুদা প্রতিনিধি: গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে বন্ধন যুব সংসদের আয়োজনে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন এএসএম ফিরোজ ইফতেখারের। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার ছালেহ উদ্দিন। তিনি বলেন, বন্ধন যুব সংসদের উদ্যোগ এলাকায় মেধাবী ছাত্র-ছাত্রী বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভুমিকা রাখবে এবং এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক সম্পাদক মইদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব, উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, জাহাঙ্গীর আলম লিটন, আ.লীগ নেতা আব্দুল মান্নান, উপজেলা কৃষকলীগ সভাপতি রফিকুল ইসলাম, মহাতাব উদ্দিন, শিক্ষক আবুল কালাম, জাহাঙ্গীর হোসেন, জয়নাল আবেদীন, আব্দুল বারি, ইদ্রিস আলী, শাহাবুদ্দিন শাহিন, লিটন মেম্বার, খোকন মেম্বার, ইউনুচ মেম্বার, শিল্পী শফিক তুহিন, বন্ধন যুব সংসদের সেক্রেটারি আবদুল্লাহ-আল মামুন মজিদ, বিপ্লব, কামরুল হাসান, শামিম আকতার শরীফ প্রমুখ। অনুষ্ঠানে এলাকার ৪০ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার বিতরণ শেষে এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।