আলমডাঙ্গা ব্যুরো : আলমডাঙ্গা পাইকপাড়া গ্রামে অনুষ্ঠিত রাজ্জাক মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুতাইল একাদশকে ট্রাইবেকারে ৪-৩ গোলে হারিয়ে পাইকপাড়া যুবসংঘ জয়লাভ করেছে। রাজ্জাক মাষ্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ১৬ দলের খেলায় ফাইনালে উন্নীত হয় পাইকপাড়া যুবসংঘ সুতাইল একাদশ। নির্ধারিত সময়ে উভয় দল এক এক গোলে ড্র করলে। পরে ট্রাইবেকারে ৪-৩ গোলে সুতাইল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় পাইকপাড়া যুবসংঘ। রফিকুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিদাসপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান হাসান, নাসির উদ্দিন বিশ্বাস, প্রকৌশলী বরকত উল্লাহ প্রমুখ।