দর্শনা অফিস: দর্শনা জয়নগর সীমান্তে বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকাল আটটায় দর্শনা জয়নগর সীমান্তের ৭৬ নম্বর মেন পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ৩০ মিনিটের এ বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল, বিএসএফ’র পক্ষে ছিলেন- সীমানগর-১৭৩ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডার এসি রমেশ চাঁদ। বৈঠকে সীমান্তে কোরবানি পশুর চামড়া চোরাচালান, মাদক, নারী ও শিশুপাচার রোধসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে বিজিবি পক্ষ থেকে জানানো হয়েছে।