জীবননগর বুরো: গতকাল শুক্রবার বিকেলে জীবননগর উপজেলার মনোহরপুর দক্ষিণপাড়ায় দু দিনব্যাপি ঝাপান খেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলার খ্যাতিমান সাপুড়ে পীর মোহাম্মদ পিরু এ ঝাপান খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিকেলে অনুষ্ঠিত সাপ খেলা দেখতে নারী-পুরুষসহ বিপুল সংখ্যক দর্শক সাপ খেলা দেখতে উপস্থিত হয়। সাপুড়েরা সাপ নিয়ে নানা কসরতের মাধ্যমে খেলা দেখিয়ে উপস্থিত দর্শকদের আনন্দ প্রদান করে। দু দিনব্যাপি ঐতিহ্যবাহী এ ঝাপান খেলায় জীবননগরসহ দর্শনা, শ্যামপুর, হোগলডাঙ্গা ও গাইডঘাটার ৬টি দল অংশগ্রহণ করছে।