গাংনী প্রতিনিধি : মেহেরপুর গাংনী উপজেলার ধর্মচাকী গ্রাম থেকে তিন বোমা কারিগরকে ৪টি সহ গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর ৪টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল ধর্মচাকী গ্রামে মোহনের বাড়ি থেকে তাদের গ্রেফতার করে। এরা হচ্ছে ধর্মচাকী গ্রামের মোহান ওরফে মহিবুল ইসলাম (২৫), ভোমরদহ গ্রামের মোস্তাকুর রহমান (২৪) ও হিন্দা গ্রামের এশকাতুল্লাহ (৩৫)।