গাংনী প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন স্থান থেকে ৩ বোমা কারীগরকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪টি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এরা হচ্ছে- ভোমরদহ গ্রামের খবির উদ্দীনের ছেলে মোস্তাফিজুর রহমান (২৮), ধর্মচাকী গ্রামের সদু মিয়ার ছেলে মোহান ওরফে মহিবুল (২৫) ও হিন্দা গ্রামের মৃত ফেলু মিয়ার ছেলে একাশতুল্লাহ (৩৫)। গতকাল শুক্রবার ভোরে গাংনী থানা পুলিশের একটি দল নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম জানিয়েছেন, কয়েকদিন আগে বোমা তৈরি করতে গিয়ে মোহন আলীর শরীর ঝলসে যায়। ওই ঘটনার পর থেকেই মোহন ও তার সঙ্গীদের গ্রেফতারে অভিযান চলছিলো। গতকাল শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিতিত্তে মোহনের বাড়িতে অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম ও ৪টি বোমা গ্রেফতার করা হয়। তার স্বীকারোক্তি মতো অপর দুজনকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের জিজ্ঞাসাবাদে মোহন স্বীকার করেছে বোমা তৈরি করতে গিয়ে তার ডান পা মারাত্মকভাবে ঝলসে যায়। বাড়িতেই চিকিৎসা হচ্ছিলো মোহনের। তবে বোমা তৈরি করতে গিয়ে ঝলসে গেছে নাকি অন্য কোনো ঘটনায় বোমা বিস্ফোরণ ঘটাতে গিয়ে ঝলসে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ওসি মাছুদুল আলম।