গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে ২০১৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী এবং বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখায় চার গুণীব্যক্তিকে (মরণোত্তর) সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ড সভাপতি ইমদাদুল হক বড় স্যার। প্রধান অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের অর্থ বিষয়ক সম্পাদক শিল্পপতি আতিয়ার রহমান, সদস্য সচিব ঢাবি সহযোগী অধ্যাপক ডক্টর মো. সাইফুল ইসলাম, প্রভাষক ওয়াহেদ বিন হোসেন ও রুয়েট প্রভাষক মহিবুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালন করেন ফাউন্ডেশনের অন্যতম সদস্য মহিবুর রহমান মিন্টু। শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চৌগাছা গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক শহীদ হাফিজ উদ্দীন বিশ্বাস, সমাজসেবায় একই গ্রামের বজলুর রহমান বিশ্বাস, চিকিৎসা সেবায় ভাটপাড়া গ্রামের ডা. নাসির উদ্দীন বিশ্বাস এবং খেলাধুলায় এশিয়া মহাদেশের দ্রুততম মানব সাহেবনগর গ্রামের শাহ আলমকে মরণোত্তর সংবর্ধন প্রদান করা হয়। পরিবারের সদস্যরা তাদের পক্ষে সম্মাননা গ্রহণ করেন।