গাংনীতে আওয়ামী লীগের আলোচনাসভা ও বিক্ষোভ মিছিল

 

গাংনী প্রতিনিধি: আগামী ২৫ অক্টোবর বিএনপি ডাকা কর্মসূচিতে নাশকতা প্রতিরোধে প্রস্তুতিসভা করেছে মেহেরপুর গাংনী উপজেলা আওয়ামী লীগ। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকনের নেতৃত্বে পাইলট মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রস্তুতি সভাশেষে শহরে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমএ খালেক, যুগ্মসাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আ.লীগের সহসভাপতি শহিদুল হক বিশ্বাস, উপজেলা কৃষকলীগ সভাপতি ফজলুল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আবুল বাশার, বামন্দী ইউপি আ.লীগ সম্পাদক বজলুল বশিদ, কাথুলী ইউপি সাথারণ সম্পাদক মোজাম্মেল হক, যুবলীগ নেতা নবীর উদ্দীন ও উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক বিপ্লব হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। গ্রামে গ্রামে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে সিদ্ধান্তসহ আগামী ২৩ অক্টোবর আরো একটি প্রস্তুতিসভা করা হবে বলে জানিয়েছেন সাহিদুজ্জামান খোকন।