চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির সংবর্ধনায় বক্তাদের উদাত্ত আহ্বান
স্টাফ রিপোর্টার: এফবিসিসিআই চুয়াডাঙ্গার প্রতিনিধিত্ব করবেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা। ঈদের পরদিন বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতি আয়োজিত সংবর্ধনাসভায় নেতৃবৃন্দ এ আহ্বান জানান।
চুয়াডাঙ্গার সন্তান সফল তরুণব্যবসায়ী দিলীপ কুমার আগরওয়ালা ঢাকার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি। তিনি এক সময় ছিলেন প্রয়াত সাইফুল ইসলাম পিনুর অন্যতম অনুসারী। চুয়াডাঙ্গা সদর উপজেলার সাবেক চেয়ারম্যান দৈনিক মাথাভাঙ্গার প্রধান সম্পাদক সাইফুল ইসলাম পিনু গত নভেম্বরে ইন্তেকাল করেছেন। রেখে গেছেন তার একমাত্র মেয়ে পিয়া। জেলা শিল্প ও বণিক সমিতির সংবর্ধনা সভায় দিলীপ কুমার এক লাখ টাকার অনুদান পিয়ার হাতে তুলে দেন।
জানা গেছে, ঈদের পরদিন বিকেলে চুয়াডাঙ্গা শিল্প ও বণিক সমিতির মিলনায়তনে আয়োজিত সংবর্ধনাসভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ইয়াকুব হোসেন মালিক। অনুষ্ঠানে দিলীপ কুমার উপস্থিত হলে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত জানানো হয়। বক্তব্য রাখেন- পরিচালক শাহরিয়ার মলিকসহ সমিতির নেতৃবৃন্দ। বক্তব্য দিতে গিয়ে সভাপতি সংবর্ধিত অতিথির ব্যবসায়ী সফলতাকে প্রশংসা করেন এবং বলেন, যেহেতু এফবিসিসিআইতে আমাদের চুয়াডাঙ্গার প্রতিনিধিত্ব থাকে না, সেহেতু আগামী দিনে দিলীপ কুমারকেই আমারা সেই দায়িত্ব গ্রহণের আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য, দিলীপ কুমার চুয়াডাঙ্গার রূপছায়া সিনেমাহল বর্তমানের পান্না সিনেমা হলের সত্ত্বাধিকারী।