ইয়েমেনে আত্মঘাতী বোমা হামলায় ১২ সেনাসদস্য নিহত

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনে একটি সামরিক কমান্ড সেন্টারে এক আত্মঘাতী গাড়ি বোমা হামলায় ১২ সেনাসদস্য নিহত ও ছয়জন আহত হয়েছে। শুক্রবার দেশটির দক্ষিণে আবইয়ান প্রদেশের আহওয়ার শহরে এ ঘটনা ঘটেছে বলে সামরিক সূত্রে জানা গেছে। সামরিক কমান্ড সেন্টারের ১১১তম ব্রিগেডকে লক্ষ্য করেই এ হামলা করা হয়েছিলো বলে নিরাপত্তা সূত্র জানিয়েছে। হামলায় ওই ব্রিগেডের কমান্ডার গুরুতর আহত হয়েছে। এখন পর্যন্ত কোনো দলই এ হামলার দায় স্বীকার করেনি। গত মাসে আবইয়ান প্রদেশে একটি বন্দুকযুদ্ধে সন্দেহভাজন দু আল-কায়েদা সদস্য ও সরকার পক্ষের এক মিলিশিয়া সদস্য নিহত হয়। গত এক বছর ধরে প্রদেশটিতে চরমপন্থিরা নিজেদের নেটওয়ার্ক বিস্তৃত করে চলেছে।