স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বেলগাছির বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্যাংকার হাজি আমির হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…….রাজেউন)। গতকাল রাত পৌনে ৯টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৫ বছর। মৃত্যুকালে হাজি আমির হোসেন স্ত্রী, এক ছেলে, দু কন্যাসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ছিলেন পূবালী ব্যাংকের প্রিন্সিপাল অফিসার। সরোগঞ্জ শাখায় কর্মরত থাকাকালে ২০০৯ সালে অবসর গ্রহণ করেন। চুয়াডাঙ্গা জেলা সদরের কুন্দিপুর গ্রামের মরহুম নিয়মত আলীর মেজো ছেলে হাজি আমির হোসেন দীর্ঘদিন ধরে বেলগাছি গ্রামে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন। তিনি ওয়ার্ড কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির ভগ্নিপতি।
পরিবারের সদস্যরা বলেছেন, আমির হোসেন ইতোপূর্বেও কয়েক দফা হৃদরোগে আক্রান্ত হন। তিনি গতরাতে পুনরায় হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আজ সকাল ১০টার দিকে জানাজা শেষে বেলগাছি কবরস্থানে তার দাফন কাজ সম্পন্ন করা হবে।