ভ্রাম্যমাণ/কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার মুন্সিপুরের বীর মুক্তিযোদ্ধা ইউনুস আলী আর নেই। গত বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি নিজ বাসভবনে কিডনি জনিতরোগে ভুগে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি………….রাজেউন)। বীর মুক্তিযেযাদ্ধা ইউনুস আলী (৬৬) মৃত্যকালে স্ত্রী, চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গত বুধবার বিকেলে বাড়ির পার্শ্ববর্তী মাঠে তাকে রাষ্ট্রীয় সম্মান প্রদান করা হয়। চুয়াডাঙ্গা পুলিশ লাইনের পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেছে। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ফরিদ হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দীন, দামুড়হুদা থানার এসআই ইমদাদ হোসেন। পরে স্থানীয় গোরস্তানে ইউনুস আলীর লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।