সাত উইকেটে জিতল পাকিস্তান

 
pak-sm20131017050839মাথাভাঙ্গা অনলাইন :  ছয় উইকেট হাতে রেখে দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানি বোলারদের সামনে এদিনও বিপদে পড়েছিল প্রোটিয়ারা। কিন্তু এবি ডি ভিলিয়ার্স ও রবিন পিটারসনের ব্যাটে ইনিংস হারের লজ্জা এড়িয়ে ৩৯ রানের লিড নেয় তারা। সহজ লক্ষ্যে নেমে তিন উইকেটের বিনিময়ে জেতে পাকিস্তান। দুম্যাচের টেস্টে ১-০ ব্যবধানে এগিয়ে গেল তারা।
দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস- ২৪৯/১০, দ্বিতীয় ইনিংস- ২৩২/১০
পাকিস্তান: প্রথম ইনিংস- ৪৪২/১০, দ্বিতীয় ইনিংস- ৪৫/৩ (১৩.৫ ওভার)

ফল: পাকিস্তান জয়ী সাত উইকেটে

দ্বিতীয় ইনিংসে ব্যাটসম্যানদের আসা যাওয়ার মাঝে ভিলিয়ার্স ১৫৭ বলে ৯০ রানের সেরা ইনিংস খেলেন। ৪৭ রানে অপরাজিত ছিলেন পিটারসন।

সাঈদ আজমল সর্বাধিক চারটি, জুনাইদ খান তিনটি, জুলফিকার বাবর দুটি ও মোহাম্মদ ইরফান নেন একটি উইকেট।

 

লক্ষ্যে নেমে সাত রানের মধ্যে তিন উইকেট হারায় পাকিস্তান। তবে অধিনায়ক মিসবাহ উল হক ও ইউনুস খানের ৩৮ রানের অবিচ্ছিন্ন জুটি প্রত্যাশিত জয় এনে দেয় দলকে। মিসবাহ ২৮ ও ইউনুস ৯ রানে অপরাজিত ছিলেন।

 

ভারনন ফিল্যান্দার দুটি ও ডেল স্টেইন প্রোটিয়াদের হয়ে দ্বিতীয় ইনিংসে একটি উইকেট নেন। প্রথম ইনিংসে ১৪৬ রানের সেরা ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন পাকিস্তানি ওপেনার খুররম মনজুর।