শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

 

image_58423_0মাথাভাঙ্গা অনলাইন : শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন।বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

 তিনি বলেন, জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে জাতির সামনে তুলে ধরে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) প্রধানমন্ত্রীর এই ভাষণ সম্প্রচার করবে।