মাথাভাঙ্গা অনলাইন : রাজধানীর হাজারীবাগে বৌ বাজার বস্তিতে আগুনে চার শতাধিক ঘর ভষ্মিভূত হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে হাজারীবাগের বালুর ওই বস্তিতে আগুন লাগে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার ব্রিগেডের উপ-পরিচালক ভরত চন্দ্র বিশ্বাস জানান, আগুনে বস্তির ৪ শতাধিক ঘর পুড়ে গেছে। তবে কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
আগুনে পুড়ে সব হারিয়ে আহাজারি করেন ক্ষতিগ্রস্তরা। বস্তির ক্ষতিগ্রস্ত এক মহিলা বলেন, “আগুনে আমার সব পুড়ে গেছে। ঘরে পাঁচ হাজার টাকা ছিল-তাও আর নেই। ফায়াসার্ভিস কর্মকর্তা ভরত চন্দ্র বলেন, রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক অনুসন্ধ্যানে জানা গেছে।
হাজারীবাগ থানার পরিদর্শক (তদন্ত) মো. আলী জানান, আগুন লাগা মাত্রই বস্তির একটির পর একটি ঘরে তা ছড়িয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন অগ্নিনির্বাপক বাহিনীর সদস্যরা। এ সময় স্থানীয়রাও আগুন নেভাতে এগিয়ে আসে।