মাথাভাঙ্গা অনলাইন : যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসীদের হাতে আহত ঢাকার উত্তরা ইউনিভার্সিটির বিবিএ শাখার ছাত্র রাজু ব্যাপারী (২৩) বৃহস্পতিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
রূপসার খানজাহান আলী সেতুতে ঘুরতে আসা কিশোরীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ঈদের দিন বিকেলে সন্ত্রাসীরা তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এ হত্যাকাণ্ডের প্রতিবাদে বিকেলে স্থানীয় জাবুসাবাসী রাস্তায় টায়ার জ্বালিয়ে এক ঘণ্টা অবরোধ কর্মসূচি পালন করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর লবনচরা ও জিন্নাহপাড়া এলাকার সন্ত্রাসীদের হাতুড়ি পেটায় রাজু নিহত হয়। রাজু ঈদ উপলক্ষে ঢাকা থেকে জাবুসায় তার নানা বাড়িতে বেড়াতে এসে নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার হন ।