মাথাভাঙ্গা অনলাইন : চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবি-বিএসএফ’র মধ্যে কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় আইসিপি চেকপোস্ট সংলগ্ন সীমান্তের ৭৬ নম্বর মেইন পিলারের কাছে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আধা ঘন্টাব্যাপি এ বৈঠক চলে।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নের্তৃত্ব দেন চুয়াডাঙ্গা-৬ ব্যটালিয়নের দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল আউয়াল এবং বিএসএফ’র পক্ষে ছিলেন সীমানগর-১৭৩ ব্যটালিয়নের গেঁদে কোম্পানী কমান্ডার এসি রমেশ চাঁদ।
বৈঠকে সীমান্তে কোরবানী পশুর চামড়া চোরাচালান, মাদক, নারী ও শিশু পাচার রোধ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বলে বিজিবি জানান।