মাথাভাঙ্গা অনলাইন : চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের আকন্দবাড়িয়া নামক স্থানে বাস চাপায় এক নারী নিহত হয়েছেন। নিহত আবেদা বেগম (৪৫) সদর উপজেলার শ্রীকোল-বোয়ালিয়া গ্রামের আজিল হকের স্ত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে জীবননগর উপজেলার কাশিপুর গ্রামের জামাইয়ের বাড়ি থেকে করিমনযোগে নিজ বাড়ি ফিরছিলেন আবেদা বেগম। আকন্দবাড়িয়া আবাসনের সামনে করিমন থেকে পড়ে যান তিনি। এ সময় পিছন থেকে আসা একটি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আবেদা