খুররম মনজুরের শতকে দ্বিতীয় দিন পাকিস্তানের

 

pak-bg20131015085908মাথাভাঙ্গা অনলাইন : ২৪৯ রানে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস গুটিয়ে দিয়ে ওপেনার খুররম মনজুরের হার না মানা শতকে পাকিস্তান শক্ত অবস্থানে। সাত উইকেট হাতে রেখে ১৪ রানের লিড নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছে তারা।

দ্বিতীয় দিন শেষে,
দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস- ২৪৯/১০
পাকিস্তান: ২৬৩/৩ (৮৪ ওভার)

দলীয় ২৪৫ রানে দুই উইকেট হাতে রেখে মঙ্গলবার সকালে মাঠে নেমে তিন ওভার এক বল স্থায়ী ছিল প্রোটিয়াদের ইনিংস। দিনের দ্বিতীয় বলে হাশিম আমলাকে সাজঘরে পাঠান মোহাম্মদ ইরফান। ২৫২ বলে ১৩ বাউন্ডারিতে ১১৮ রান করেন আমলা। ডেল স্টেইনকে ফিরিয়ে তাদের ইনিংস গুটিয়ে দেন সাঈদ আজমল।

পাকিস্তানের হয়ে অভিষেক টেস্টের প্রথম ইনিংসে তিন উইকেট নেন জুলফিকার বাবর। সমান উইকেট শিকার করেন ইরফান। দুটি নেন আজমল।

জবাবে উদ্বোধনী জুটিতে মনজুর ও শান মাসূদ ১৩৫ রানে শক্ত ভিত গড়েন। অভিষেক টেস্টেই মাসূদ অর্ধশতক হাঁকান ১০২ বলে। দ্বিতীয় সেরা ৭৫ রানে জেপি ডুমিনির শিকার হন তিনি।

আজহার আলী (১১) ও ইউনুস খান (১) বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি মনজুরকে। তবে অধিনায়ক মিসবাহ উল হক আরেকটি দারুণ জুটি গড়েন তার সঙ্গে। অবিচ্ছিন্ন ৮৫ রানে দিন শেষ করেছেন তারা।

মিসবাহ ৪৪ রানে টিকে আছেন। ১৯৮ বলে অভিষেক টেস্ট হাঁকিয়ে মনজুর অপরাজিত ছিলেন ১৩১ রানে।