মাথাভাঙ্গা অনলাইন : দামুড়হুদা উপজেলার রামনগর গ্রাম থেকে তাজা বোমা ও বোমা তৈরির সরঞ্জামসহ সাইদুর রহমান (১৮) নামে একজনকে আটক করেছে পুলিশ ।
পুলিশ জানায়, মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার ইব্রাহিমপুর পুলিশ ক্যা¤েপর ইনচার্জ এসআই আকরাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ রামনগর এলাকার একটি পান বরজে অভিযান চালায়। এ সময় রামনগর গ্রামের বাহার আলীর ছেলে সাইদুর রহমানকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১টি তাজা বোমা, বোমা তৈরির সরঞ্জাম ও গান পাউডার উদ্ধার করা হয় ।
দামুড়হুদা মডেল থানার ওসি আহসান হাবীব ঘটনার সত্যতা স্বীকার বলেন আটক সাইদুর রহমানকে জিজ্ঞাসাবাদ চলছে।