মাথাভাঙ্গা অনলাইন : চুয়াডাঙ্গার দর্শনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ৭ জন রক্তাক্ত জখম হয়েছে । এরা হলো মিল্টন (২৫), রাজু (২৪), দিপু (৩০), মন্টু (২৮), মিঠু (৩২), শরিফুল (২০) ও কালু (৩৭) জখম হয়েছে। এদের মধ্যে ৩ জনের অবস্থা আশংকাজনক। আহতদের স্থানীয় সদর হাপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত পৌনে দশটার দিকে দর্শনা রেলবাজারের কেয়ামত আলী মার্কেটের সামনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দর্শনা শান্তিপাড়া এলাকার শাহাবুলের সাথে জয়নগর গ্রামের কালুর সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সংঘর্ষ বাধে। এতে শাহাবুলের লোকজন ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মিল্টন , রাজু , দিপু , মন্টু , মিঠু , শরিফুল ও কালু কে গুরুতর জখম করে। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে বলে জানিয়েছেন দামুড়হুদা থানার ওসি আহসান হাবীব ।