মাথাভাঙ্গা অনলাইন : বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকার গুলশানের বাসায় সোমবার রাতে ও মঙ্গলবার দুপুরে সাদা পোশাকে পুলিশ হানা দিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপি।
নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যােলয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, “সরকারের বিরুদ্ধে শক্ত অবস্থান নেয়ার কারণে তিনি (সাদেক হোসেন খোকা) সরকারের রোষানালে পড়েছেন।”
২৫ অক্টোবর জনগণ সরকারের ক্ষমতা ছিনিয়ে নিবে এমন দাবি করে রিজভী বলেন, “ওইদিন রাজধানীতে ১৮ দলের সমাবেশে বেগম খালেদা জিয়ার আহ্বানে সাড়া দিয়ে সারাদেশ থেকে নেতাকর্মীরা যোগ দিবেন।” তবে সরকার এই সমাবেশকে ব্যর্থ করতে নানা চক্রান্ত করছে বলেও অভিযোগ করেন তিনি।
সরকার বিরোধী দলকে দমন-পীড়ন করে এবং সাংবিধানিক অধিকার হরণ করে ক্ষমতায় টিকে থাকতে চায় বলে মন্তব্য করেন বিএনপির এই যুগ্ম মহাসচিব।