স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ার বানেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের কর্মী আমিনুল ইসলাম রয়েলকে (৩০) নৃশংসভাবে কুপিয়ে খুন করেছে দুর্বৃত্তরা। গত রোববার গভীররাতে উপজেলার বিড়লদহ মাজার এলাকার একটি বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত রয়েল রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আব্দুল ওয়াদুদ দারার দূর সম্পর্কের চাচাতো ভাই। তিনি বিড়লদহ গ্রামের মুক্তিযোদ্ধা শেখ ওয়াজেদ ওরফে মাখনের ছেলে। তিন ভাইয়ের মধ্যে রয়েল ছিলেন সবচেয়ে ছোট। এমপি আব্দুল ওয়াদুদ দারা হত্যাকাণ্ড সম্পর্কে বলেন, এটি একটি রাজনৈতিক হত্যাকাণ্ড। আমার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগের রাজনীতিকে কলুষিত করতে বিএনপি-জামায়াতের ক্যাডাররা পরিকল্পিতভাবে ঘরে ঢুকে রয়েলকে কুপিয়ে খুন করেছে। হাসপাতালে নেয়ার পথে রয়েল তার ওপর হামলাকারীদের নাম বলে গেছে। একই দাবি রয়েলের পরিবারের সদস্যদেরও।