স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বেগমপুর দাখিল মাদরাসার শিক্ষক ইউপি মেম্বার আলমাছকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে তাকে তার গ্রাম থেকে গ্রেফতার করা হয়।
মাদরাসার এক ছাত্রীকে জাপটে ধরে শ্লীলতাহানির অভিযোগে দায়ের করা মামলায় বেগমপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মহাব্বত তাকে গ্রেফতার করেন। গ্রেফতারের পর তাকে চুয়াডাঙ্গা সদর থানায় হস্তান্তর করা হয়। তাকে আজ মঙ্গলবার আদালতে সোপর্দ করা হতে পারে।
সম্প্রতি মাদরাসা ছুটির পর মাদরাসারই ৫ম শ্রেণির এক ছাত্রীকে জাপটে ধরে শ্লীলতাহানি ঘটায় বলে অভিযোগ তুলে ছাত্রীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন। এ মামলা রুজুর পরপরই তাকে তার গ্রাম থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলমাছ বীর মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন তার এক আত্মীয়। তিনি বলেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আলমাছ বেগমপুর চিলমারিপাড়ার মৃত ছিরু দেওয়ানের ছেলে।