টিপ্পনী:

খবর: (আলমডাঙ্গায় যৌন হয়রানির দায়ে এক বখাটের ৯ মাসের জেল)

পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস
রোদে টহল দিস,
মেয়ে মানুষ দেখলে নাকি
বাজাস খালি শিস।

তুই বেটা খুব বখাটেরে
পাকামো তোর বেশ,
গজের গোড়ায় পড়ে এবার
মারা গেলো তেশ।

লাল দালানে যা রে ফাজিল
খাট যে মজার জেল,
তেলেসমাতি ক্ষান্ত হলো
খতম ছোরার খেল।

-আহাদ আলী মোল্লা