স্বৈরাচার আ.লীগ সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে
দামুড়হুদা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির শিল্প বিষয়ক সম্পাদক বিজিএমই’র সাবেক সহসভাপতি রাইজিং গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তরুণ শিল্পপতি আলহাজ মো. মাহমুদ হাসান খান বাবু গতকাল সোমবার দিনব্যাপি দামুড়হুদা উপজেলার চারুলিয়া, কালিয়াবকরি, চন্দ্রবাস, নতিপোতা, হেমায়েতপুর, কার্পাসডাঙ্গা, কুড়ুলগাছি, পারকৃষ্ণপুর-মদনা, দর্শনা পৌর, উথলী ও আন্দুলবাড়িয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেন। তিনি আসন্ন ১০ম জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী।
মাহমুদুল হাসান খান বাবু তার নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে পৃথক-পৃথকভাবে আলোচনাসভা ও পথসভা শেষে পূজামন্দিরে উপস্থিত হয়ে হিন্দু তথা সনাতন ধর্মালম্বীদের সাথে শারদীয় উৎসবে শুভেচ্ছা বিনিময় করে সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এ সময় তিনি তাৎক্ষণিক বেশকিছু পূজামণ্ডপে শাড়ি-লুঙ্গিসহ নগদ অনুদান প্রদান করেন। এ সময় তার সফরসঙ্গী ছিলেন জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাবু তরফদার, জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আন্দুলবাড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন খান খোকন, দামুড়হুদা উপজেলা যুবদলের সভাপতি সদর ইউপির সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম তনু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোকাররম হোসেন, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথা, দর্শনা পৌর বিএনপির সহসভাপতি ফরজ আলী, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান বুলেট, জেলা জাতীয়তাবাদী জিয়া মঞ্চের সভাপতি নাহারুল ইসলাম, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শফিউল্লাহ্ শফি, আন্দুলবাড়িয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ হাফিজুর রহমান হাফিজ, বিএনপি নেতা সাবেক ভিপি হারুন-অর-রশিদ, আব্দুর রশিদ, হাবিবুর রহমান, রেজাউল হক, ইকবাল হোসেন, মমিনুর, কাউন্সিলর ফারুক হোসেন, বিলকিচ খাতুন, পৌর মহিলা নেত্রী শাপলা খাতুন, ছাত্রদল নেতা জাহান আলী, আসিক ইকবাল চঞ্চল আনোয়ার হোসেন, মোল্লা বদিয়ার, মোতালেব, নুর ইসলাম, অপু, সৌরাজ, রাজ্জাক, হিরক, আন্দুলবাড়িয়া ইউপি মেম্বার সাদ আহম্মেদ, জহিরুল, রবিউল হোসেন, শহিদুল আলম বাচ্চু, রানা খান, যুবদল নেতা শমশের, মির্জা শিলন, মোল্লা ফয়েজ, ইয়া, আক্তার, জালাল খানসহ সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী ও সমর্থকবৃন্দ। এ ছাড়াও তিনি সকালে আন্দুলবাড়িয়া নিজ বাড়িতে বাঁকা, রায়পুর, হাসাদহ, তিতুদহ, বেগমপুর, ইউনিয়নের দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময়সভায় মিলিত হন।
দর্শনা অফিস জানিয়েছে, দামুড়হুদার পারকৃষ্ণপুরে বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন বিএনপি নেতা মাহমুদ হাসান খান বাবু। গত রোববার রাত ৮টার দিকে উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির আয়োজনে পারকৃষ্ণপুর বাজারে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় যুবদল নেতা চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহমুদ হাসান খান বাবু বলেন, এ সরকারের দিন যতোই ঘনিয়ে আসছে, ততোই তারা ক্ষমতা হারানোর ভয়ে বেসামাল হয়ে পড়ছে। অত্যাচারী সরকারের বিরুদ্ধে আজ দেশবাসী ফুঁসে উঠেছে। যেকোনো মূল্যে সরকারের পতনের অপেক্ষায় দেশের মানুষ বিএনপির পতাকাতলে সমবেত হতে শুরু করেছে। তাই আসুন আ.লীগ সরকারের দুঃশাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াই ঐক্যবদ্ধভাবে। ইউনিয়ন বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খোকন, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন বিএনপির সাধারণ শফিউল্লাহ, দর্শনা পৌর যুবদলের সাধারণ সম্পাদক নাহারুল ইসলাম শিক্ষক। উপস্থিত ছিলেন বিএনপি নেতা আশিক ইকবাল চঞ্চল, নুর ইসলাম, জসিম উদ্দিন, আব্দুর রাজ্জাক, আমির হোসেন, আলী আহম্মদ, কাজি আনোয়ার, সিরাজুল, বিল্লাল, আসাদুল, নজরুল, সোহরাব, শরিউল্লাহ, লিয়াকত আলী, শাহীন, কালু, মাসুদ, কামাল, জাকির, যুবদল নেতা আসাবুল হক আনার, আলীম, মিলন, হাসেম, শামীম, শরীফ, মিঠু, আজিবর, মমিনুল, তেতুল, মান্নান, নাসির, ছাত্রদল নেতা জাকির, গোলজার, পাভেল, নজরুল প্রমুখ। পরিচালনা করেন ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। পরে পারকৃষ্ণপুর পূজামন্দিরের দুস্থদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। রাত সাড়ে ৯টার দিকে বাবু খান দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে দর্শনা পুরাতন বাজার পূজামন্দির পরিদর্শন করেন।