জীবননগর ব্যুরো: গতকাল সোমবার উপজেলার গয়েশপুর নবারণ ক্লাব কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে মহেশপুরের সামন্তা ফুটবল একাদশ ২-০ গোলে সেনেরহুদা ফুটবল একাদশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। সামন্তা ফুটবল একাদশের পক্ষে কায়েস ও পলাশ একটি করে গোল করে। খেলাটি পরিচালনা করেন রবিউল ইসলাম রবি, আব্দুস সবুর ও মুন্সী আব্দুর রকিব কিরণ।