স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর এলাকাসহ দামুড়হুদা উপজেলা শহরে কোরবানিকৃত পশুর বর্জ্য দ্রুত অপসারণের বিশেষ উদ্যোগ নেয়া হয়েছে।
চুয়াডাঙ্গা পৌর সেনেটারি ইন্সপেক্টর জানিয়েছেন, চুয়াডাঙ্গায় বর্জ্য অপসারণে দুটি টিম বর্জ্য বহনের গাড়ি নিয়ে সার্বক্ষণিক নিয়োজিত থাকবে। টহল দিয়ে বর্জ্য অপসারণের পাশাপাশি কেউ খবর দিলে সেখানে হাজির হয়ে বর্জ্য অপসারণ করবে। এ জন্য ০১৯২৮-৫৬২৫৫৩ ও ০১৭১৬-৪০৯৬৬৫ নম্বরে যোগাযোগ করা যেতে পারে। তাছাড়া নির্দিষ্ট স্থানে বর্জ্য ফেলে পরিবেশ পরিষ্কার রাখার জন্য পৌর কর্তৃপক্ষ সকলের প্রতি অনুরোধ জানিয়েছে।
অপরদিকে দামুড়হুদা ইউনিয়ন পরিষদও বিশেষ উদ্যোগ নিয়েছে। ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন বলেন, কোরবানি একটি ধর্মীয় অনুশাসন আর পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিবেশ দুষণমুক্ত রাখতেই উপজেলা সদরের ৮টি স্থানে ভ্রাম্যমাণ ডাস্টবিন রাখা হবে। তিনি কোরবানিকৃত পশুর উচ্ছিষ্টাংশ (বর্জ্য) যেখানে সেখানে না ফেলে নির্ধারিত ডাস্টবিনে ফেলার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।