কুষ্টিয়া দৌলতপুরে গরুর শিঙের আঘাতে বৃদ্ধ নিহত

 

দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার মথুরাপুর পূর্বপাড়ায় এক বৃদ্ধ গরুর শিঙের আঘাতে নিহত হয়েছেন।

জানা গেছে, গতকাল সোমবার বিকেলে মৃত পাচু ঘরামির ছেলে  সাদের বক্স (৬৫) তার ষাঁড় গরুটিকে খেতে দেয়ার জন্য গোয়ালে বেঁধে দিতে যান। এ সময় ষাঁড়টি শিং দিয়ে তার বুকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।