ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার কয়রাডাঙ্গা গ্রামের কৃতীসন্তান চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমানের উদ্যোগে কয়রাডাঙ্গা কেডিসি ক্লাবের আয়োজনে ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে খেলায় উকতো একাদশ বনাম আঠারখাদা একাদশ মধ্যে কয়রাডাঙ্গা কেডিসি ক্লাবমাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উকতো একাদশ ৩-০ গোলে জয়লাভ করে। খেলাটি পরিচালনা করেন মিটুল, বাবলু ও মনিরুল। প্রধান অতিথি ছিলেন চিৎলা ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান।