দামুড়হুদায় প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মাঝে হুইলচেয়ার বিতরণ

 

দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ৫ প্রতিবন্ধী শিশুর মাঝে হুইলচেয়ার ও জুতা বিতরণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১২টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলনকক্ষে এ হুইলচেয়ার বিতরণ করা হয়। বিতরণে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম আজাদ, প্রাথমিক শিক্ষা অফিসার নূরজাহান বেগম, সহকারী শিক্ষা অফিসার আশরাফুর দৌলা, সাকি সালাম, মমতাজ খাতুন, দর্শনা ঈশ্বরচন্দ্রপুর, মজলিশপুর, উজিরপুর, জয়রামপুর স্টেশন ও কার্পাসডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঁচ প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন।