কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে কুড়ুলগাছি বাজারপাড়ার মৃত ফকির মোহাম্মদের ছেলে জহির হোসেনের (৩৫) বাড়ির রান্নাঘর তল্লাশি করে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জহির হোসেন পালিয়ে যায়। পৃথক অভিযানে গতকাল রোববার বিকেল ৫টার দিকে আরামডাঙ্গা ঈদগা মাঠ থেকে ১০ বোতল ভারতীয় বাংলা মদসহ মিনারুলকে (১৮) আটক করে পুলিশ। কার্পাসডাঙ্গা ফাঁড়ির এসআই রবিউল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।