চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

প্রতিবন্ধীদের সাথে রাখব, দুর্যোগ সহনশীল দেশ গড়বস্লোগানে

 

স্টাফ রিপোর্টার: ‘প্রতিবন্ধীদের সাথে রাখব, দুর্যোগ সহনশীল দেশ গড়ব’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় গতকাল রোববার আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস  পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকাল সাড়ে নয়টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এরপর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মল্লিক সাঈদ মাহবুবের সভাপতিত্বে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো.দেলোয়ার হোসাইন। বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল আমিন, জেলা সমবায় কর্মকর্তা শাহানা হেলালী, রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ফজলুর রহমান, আব্দুল হালিম ও ইলিয়াস হোসেন।

অনুষ্ঠানে জেলা প্রশাসক দেলোয়ার হোসাইন প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ মডেল। দুর্যোগ মোকাবেলা করা না গেলেও সতর্কতার কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে। রেডক্রিসেন্ট সোসাইটি সফলতা দেখিয়ে এসেছে। দুর্যোগ মোকাবেলায় রেডক্রিসেন্টের প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ জনশক্তি রয়েছে। চুয়াডাঙ্গা খরা প্রবণ এলাকা। পরিবেশ রক্ষায় কীভাবে মোকাবেলা করতে হবে তার প্রস্তুতি গ্রহণ করতে হবে। এখানে গাছের পরিমাণ কম। তবে গাছ লাগানোর হার বেড়েছে। আগুন লাগার হার বেশি। আগুন মোকবেলায় সচেতন হতে হবে। তাই সম্মিলিতভাবে মোকাবেলা করে দুর্যোগ প্রশমন করতে হবে।’

দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজয়ীরা হলো, আলমডাঙ্গা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী সামিয়া ইয়াসমিন শশী প্রথম স্থান, জীবননগরের আকলিমা প্রি-ক্যাডেট স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রামিমুল ইসলাম দ্বিতীয় স্থান ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী মুনতারিন রহমান তৃতীয় স্থান অধিকার করে। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান, শামীমা ইয়াসমীন ও হিরন-উর-রশিদ শান্ত।

জীবননগর ব্যুরো জানিয়েছে, গতকাল রোববার জীবননগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। ‘প্রতিবন্ধীদের সাথে রাখব, দুর্যোগে সহনশীল দেশ গড়ব, প্রতিপাদ্য বিষয় নিয়ে সকালে উপজেলা ক্যাম্পাস থেকে বর্ণাঢ্য ৱ্যালি বের করা হয়। ৱ্যালিতে নেতৃত্ব দেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা এবং ইউএনও সাজেদুর রহমান।

পরে উপজেলা ক্যাম্পাসের বটতলায় উপজেলা নির্বাহী অফিসার সাজেদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা। বিশেষ অতিথি ছিলেন উথলী ইউপি চেয়ারম্যান শরীফ উদ্দীন, হাসাদাহ ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম, দৌলৎগঞ্জ বাজার কমিটির আহ্বায়ক এমআর বাবু, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু আ. লতিফ অমল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ আলী জিন্নাহ. উপজেলা পল্লী জীবিকায়ন প্রকল্প কর্মকর্তা শামনুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল কাদের প্রমূখ।