গাংনী প্রতিনিধি: র্যাব-৬ মেহেরপুর গাংনী ক্যাম্পের পৃথক দুটি অভিযানে এক রাউন্ড গুলি, ১৫ বোতল ফেনসিডিল ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার গাংনী উপজেলার বামন্দী ও সাহেবনগর গ্রামে এ অভিযান চালানো হয়।
র্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার তারেক জুবায়ের জানিয়েছেন, গতকাল সকালে বামন্দী-নিশিপুর গ্রামের হাজি মোছাব উদ্দীনের বাড়ির প্রধান ফটকে ঝুলিয়ে রাখা একটি ব্যাগ থেকে একটি নাইন এমএম পিস্তলের গুলি উদ্ধার করা হয়। আরেকটি অভিযান দল সাহেবনগর গ্রামের জনৈক মোজ্জামেল হকের বাড়ির পাশ থেকে সুজন আলী (২০) নামের এক মাদকব্যবসায়ীকে আটক করে। এ সময় তার কাছ থেকে ১৫ বোতল ফেনসিডিল ও আট বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। সে কাজিপুর গ্রামের পিয়ার বক্সের ছেলে।